New Update
/anm-bengali/media/media_files/7mvQNyUWvhQ2snDkSBp1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েত এলাকায় চোলাই মদের বিষাক্ত গ্যাসে পায়খানার চেম্বারে তিন জনের মৃত্যু হয়েছিল। সেই সময় ডেবরায় শোরগোল পড়ে গিয়েছিল।
/anm-bengali/media/media_files/GQ4hPP1agQO3jZVTT5m3.jpg)
সোমবার বিকেলে ডেবরা সার্কেলের আবগারি দপ্তরের অভিযানে ফের ডেবরা ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাথরুমের চেম্বার থেকে ড্রাম ড্রাম চোলাই মদ তৈরির সরঞ্জাম নস্ট করা হয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us