New Update
/anm-bengali/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-08-14-2025-08-14-18-47-29.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বিভিন্ন প্রান্তে আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। ডেবরার বালিচক, মাড়তলা, মকারিমপুর সহ একাধিক জায়গায় চলে বৃষ্টি। আর এই বৃষ্টিতেই মাঠে চাষের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল ১ যুবকের। আহত হয় আরো ১ ব্যাক্তি। ইতিমধ্যে তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত যুবকের নাম সুজন সরেন। বয়স -২৬। তার বাড়ি ডেবরা ব্লকের ২ নং ভরতপুর গ্রাম পঞ্চায়েতের চকফতেউল্লা এলাকায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us