বাজ পড়ে মৎস্যজীবীর মৃত্যু ১, জখম ২

দুজন মৎস্যজীবী আহত হয়ে স্যান্ডেল বিল হাসপাতালে ভর্তি হন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-06 at 21.48.38

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলী গ্রাম পঞ্চায়েতের লেবুখালীর ঘটনা। বছর ৪২ এর ভোলা দাস পেশায় মৎস্যজীবী। আরও কয়েকজনকে নিয়ে কালিন্দী নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। সেই সময় হঠাৎই বাজ পড়ে। তারপর ভোলা নিখোঁজ হয়ে যায় প্রায় ছ’ঘন্টা পর ওই মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়। বাকি দুজন মৎস্যজীবী আহত হয়ে স্যান্ডেল বিল হাসপাতালে ভর্তি হন। পরে অবশ্য চিকিৎসা করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। 

WhatsApp Image 2025-08-06 at 17.57.11

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ মৎস্যজীবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবার সদস্যকে হারিয়ে সর্বশ্রান্ত হয়ে তারা সরকারি সাহায্যে জন্য আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে।