New Update
/anm-bengali/media/media_files/2024/11/03/bf5mtlknQAkR2VDgzPEI.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা রোডে রেনেসাঁস পুজো কমিটির উদ্যোগে এই বছর তাদের থিম জাস্টিস ফর আরজি কর। আর জি কর হাসপাতালের আদলে তৈরি করা হয়েছে তাদের প্যান্ডেল। প্রতিমাতে রয়েছে সন্দীপ ঘোষের মূর্তি এবং মা কালীর হাতে রয়েছেন ডাক্তার, নার্স। কালী পুজোয় এই ধরনের থিম দেখে উৎসাহী হচ্ছেন এলাকার মানুষজন।
/anm-bengali/media/media_files/2024/10/24/j6OD8rQPX1yjCB3RGIlh.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us