/anm-bengali/media/media_files/BshC4tDWaUakWnk6w2aC.jpg)
নিজস্ব সংবাদদাতা : ব্যস্ত সকাল। ভিড়ে ঠাসা রেল স্টেশন। চারিদিকে শুধুই কালো মাথা। এদিকে হাতে বেশি সময় নেই। ঝটপট উঠতে হবে ট্রেনে। আর তখনই চলন্ত ট্রেনে ওঠার মতো ঝুঁকি নিয়ে ফেলেন কেউ কেউ। স্টেশনে ট্রেন ঢুকছে দেখতে পেলেই ছুটে গিয়ে করেন ট্রেনে ওঠার চেষ্টা। কোনোমতে রডটা নাগালে পেলেই ব্যাস। কিন্তু জানেন কী, এতে আপনার প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। প্রতিদিনই চলন্ত ট্রেনে ওঠা নিয়ে সতর্ক করা হচ্ছে আরপিএফের তরফে। এবার সাঁতরাগাছি স্টেশনের এক ভয়ানক ভিডিও পোস্ট করে সতর্ক করেছে আরপিএফ। ভিডিওয় জেখা যাচ্ছে, এক বৃদ্ধ চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে পড়ে যাচ্ছেন। আর সেই মুহূর্তে ছুটে এসে তাকে বাঁচিয়ে নেন কনস্টেবল ভি. সিং। দেখুন ভিডিও।
Constable V. Singh exhibited courage & promptness as he pulled an elderly passenger away from danger and saved his life at Santragachi Rly station.
— RPF INDIA (@RPF_INDIA) May 29, 2023
We request the passenger to avoid boarding/alighting a moving train.#MissionJeewanRakshapic.twitter.com/Hv3UdPfHMh
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us