/anm-bengali/media/media_files/2025/07/16/whatsapp-image-2025-07-16-2025-07-16-12-47-09.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: হেলতে দুলতে যাচ্ছে বাস। উল্টে যাচ্ছে অটো-টোটো। আতঙ্কে নিত্যযাত্রীরা। প্রতিবাদে পাথর বেরিয়ে যাওয়া কঙ্কালসার পিচ রাস্তায় ধানের চারা পুঁতে দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতাকে দায়ী করে বিক্ষোভে বামেরা। বর্ষার জন্য রাস্তার এই সমস্যা, দ্রুত সংস্কার করা হবে বলে দাবি নগর নিগমের।
দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে পর্যন্ত বেহাল রাস্তা। অন্যদিকে সেই রাস্তার সংযোগকারী শঙ্করপুর মোড় পর্যন্তও বেহাল রাস্তা। তারই প্রতিবাদে বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে জরাজীর্ণ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী-সমর্থকরা। জরাজীর্ণ রাস্তার ওপরেই ধানের চারা পুঁতে বিক্ষোভ চলে। দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়নি আর বসে রয়েছে অপদার্থ পুর বোর্ড। সেই জন্যই নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডের এই অবস্থা বলে তারা অভিযোগ তোলেন। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁ=রা। সিপিএমের ২৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নয়ন রঞ্জন ঘোষের অভিযোগ, "রাস্তা সংস্কার এক বছর আগে হয়েছিল। এক বছরের মধ্যে বেহাল রাস্তা। দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয় না। তাই আজ নগর নিগম এলাকার রাস্তার এই অবস্থা। প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। সেই জন্যই আমরা বিক্ষোভে নামলাম। দ্রুত রাস্তা সংস্কার না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব"। "বর্ষার জন্য এই সমস্যা। দ্রুত রাস্তা সংস্কার করা হবে", আশ্বাস দেন প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি। কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "বারে বারেই প্রমাণ হচ্ছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ব্যর্থতা। নির্বাচন না হলে এই ভাবেই সমস্যার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। দ্রুত নগর নিগমের নির্বাচনের দাবি করছি আমরা"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/IVIkQ22t0AwpUSHiD5k1.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us