New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে ঢুকতে বাধা পেয়েছে কংগ্রেস, বাধা পেয়েছে বিজেপি; এমনকি সম্প্রতি বাধা দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও। একমাত্র সেখানে ঘুরে বেড়াচ্ছেন শাসক দলের নেতারা। যা নিয়ে প্রতিবাদ করেছেন বিরোধীরা।
আর এবার সেই বাঁধন যুক্ত সন্দেশখালিতেই পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছেন বামপন্থী বিদ্দ্বজ্জনেরা। দলে রয়েছেন বাদশা মৈত্র, সৌরভ পালোধি, দেবদূত ঘোষ সহ বেশ কয়েকজন। সন্দেশখালির বিভিন্ন গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। তাঁদের অভিজ্ঞতার কথা, তাঁদের যন্ত্রণার কথা শুনছেন তারা। টোটো নিয়ে সন্দেশখালির এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন বিশিষ্টজনেরা। কিন্তু কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে তা করা সম্ভব হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us