/anm-bengali/media/media_files/2025/09/09/whatsapp-image-2025-09-09-2025-09-09-17-55-43.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ২০১৮ সালে স্কুলে যোগদান করার ঠিক পরের বছরই (২০১৯ সালে) কলেজে যোগদান। বর্তমানে আবার শাসকদলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা (WBCUPA)-র ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদেও আছেন। তিনি ড. সোমনাথ রায়। তিনি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের এডুকেশন বিষয়ের অধ্যাপক তথা বিভাগীয় প্রধান। সেই সোমনাথ রায়ের নামই স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত টেন্টেড (চিহ্নিত দোষী) শিক্ষকদের তালিকায় জ্বলজ্বল করছে। তালিকায় ১৪৭৩ নম্বরে নাম আছে সোমনাথ রায়ের। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার সোমনাথ রায়ের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গেছে, অযোগ্য শিক্ষকদের তালিকায় নিজের নাম দেখে তিনি নাকি 'অবাক' হয়ে গেছেন। ওই সূত্রেই দাবি করা হয়েছে, এডুকেশন বিষয়ের একাদশ-দ্বাদশের মেধাতালিকায় সোমনাথ বাবুর নাম নাকি ১ নম্বরে ছিল। বর্তমানে কলকাতার বাসিন্দা সোমনাথ বাবু ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ চব্বিশ পরগনার পাঁচুড় হাইস্কুলে যোগদান করেছিলেন। এ বিষয়ে সবং কলেজের প্রিন্সিপাল তপন দত্ত বললেন, "সমস্ত কাগজ পত্র, ক্রাইটেরিয়া দেখেই ওঁকে কলেজে নেওয়া হয়েছে। ২০১৯ সালে উনি এডিকেশন বিভাগে জয়েন করেছেন। এসএসসি তালিকায় তার নাম বাদ গিয়েছে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/09/whatsapp-image-2025-09-09-2025-09-09-17-56-06.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us