এভারেস্টের শীর্ষে বাংলার লক্ষ্মীকান্ত! বাড়িতে শুভেচ্ছা জানাতে হাজির পুলিশ আধিকারিকরা।

গর্বিত পরিবার।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-20 at 1.19.19 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করলেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার সকাল ৮.৩০টা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, ভারতীয় পর্বতারোহী গীতা সামোতা, তেনজিং শেরপা (গেলবা) ও লাকপা শেরপা। পুরো অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল 'পায়োনির অ্যাডভেঞ্চার' নামক সংস্থা।

লক্ষ্মীকান্ত তাঁর এভারেস্ট অভিযান শুরু করেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী পদে কর্মরত। যাত্রার প্রাক্কালে নগরপালসহ অন্যান্য পদস্থ অফিসাররা তাঁকে শুভেচ্ছা জানান। 

লক্ষ্মীকান্তর সাফল্যে উচ্ছ্বসিত তাঁর নিজের গ্রাম মথুরি (তমলুক থানার অন্তর্গত)। সোমবার সকালেই তাঁর শৃঙ্গজয়ের বার্তা গ্রামে পৌঁছে যাওয়ার পর আনন্দে ভাসে গোটা এলাকা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তাঁর বাবা-মাকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজল আবরার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ প্রমুখ। লক্ষ্মীকান্তর বাবা-মাকে ফুল-মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান তারা।

digad

Mount Everest | Height, Location, Map, Facts, Climbers, & Deaths |  Britannica