আরজি কর কাণ্ডঃ উত্তপ্ত শহর-মিছিল একাধিক রাজনৈতিক দল সহ আইনজীবীদের!

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে শহরজুড়ে মিছিল একাধিক রাজনৈতিক দল সহ আইনজীবীদের।

author-image
Aniruddha Chakraborty
New Update
lm

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ শনিবার শহরজুড়ে একাধিক রাজনৈতিক দলের কর্মসূচি অনুষ্ঠিত হয়। যার জেরে বাড়ানো হয় হাসপাতালের নিরাপত্তা। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল, বিজেপি এবং সিপিএম মিছিল করে। মিছিল করেন জেলা আদালতের আইনজীবীরাও। তবে এই কর্মসূচির জেরে সতর্ক ছিল পুলিশ। মেদিনীপুর হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিন আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন আইনজীবীরা। মেদিনীপুর জেলা আদালত থেকে মিছিল করে শহরের রিং রোড পরিক্রমা করে। উপস্থিত ছিলেন আইনজীবী তীর্থঙ্কর ভকত, শুভজিৎ রায় সহ অন্যান্যরা। তীর্থঙ্কর ভকত বলেন, "অধ্যক্ষ হচ্ছেন মূল আসামি। আর সিভিক ভলান্টিয়ার এখানে মূল্যহীন একজন আসামী। তাকে বলির পাঁঠা করা হয়েছে। যে নক্কারজনক ঘটনা ঘটেছে আজ মানসম্মান মাটিতে মিশে গিয়েছে। পুলিশের প্রাথমিকভাবে যা করনীয় তা করেনি।" বিকেলে মিছিল করে তৃণমূল। তারাও দাবি তোলে রাজনীতি নয়, দোষীদের ফাঁসি চাই। অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে। উপস্থিত ছিলেন, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায় সহ অন্যান্য নেতৃত্ব। কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। তাদের অভিযোগ, আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে পুলিশি অত্যাচারের শিকার হতে হচ্ছে। বহু আন্দোলনকারীদের গ্রেপ্তার করছে পুলিশ। অন্যদিকে শুক্রবার ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশ ও এসইউসিআই কর্মীদের মধ্যে ধস্তাধস্তির জেরে ১৪ জন এসইউসিআই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যায়। সেই সময় হাসপাতাল চত্বরে এসইউসিআই কর্মীরা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, দোষীদের শাস্তি দিতে না পেরে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের গ্রেফতার করেছে পুলিশ। থানায় সিসি ক্যামেরার আড়ালে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ এসইউসিআই-এর।