/anm-bengali/media/media_files/vtJ700894sICtt77DjeY.jpg)
উত্তপ্ত ময়না
নিজস্ব সংবাদদাতা : ময়নায় বুথ সভাপতির মৃত্যুতে খুনের অভিযোগ বিজেপির। কাঠগড়ায় তৃণমূল। বুধবার ১২ ঘন্টার বনধ পালন করছে বিজেপি। ঘটনার দেড় দিন পরেও অধরা অভিযুক্তরা। এদিন সকাল থেকেই রাস্তা আটকে, অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলছে বনধ সমর্থনকারীদের। আর পুলিশ অবরোধ তুলতে গেলেই বিক্ষোভকারীদের সঙ্গে বাধে খণ্ডযুদ্ধ। লাঠিচার্জ করে পুলিশ। চালায় ধরপাকড়। ময়নার বিধায়ক অশোক দিন্ডার নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা। বাঁশ দিয়ে রাস্তা আটকে অবরোধ করা হচ্ছে। পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করছে বলে সুর চড়িয়েছেন বিধায়ক। এমনকি, বিডিও অফিসে গিয়ে পর্যন্ত নালিশ জানিয়েছেন পুলিশের নামে। বুধবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটছে। বনধ সমর্থকদের বিরুদ্ধে দোকান পাট না খুলতে দেওয়ার অভিযোগ উঠেছে। জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। এককথায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ময়না।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us