হয় চাকরি, না হয় আন্দোলন! কী রয়েছে জমিদাতাদের ভাগ্যে?

পাণ্ডবেশ্বর এরিয়ার বিলপাহাড়ি গ্রামের জমি অধিগ্রহণ করে ইসিএল। ইসিএল এর কাজ চলা সত্বেও জমিদাতারা চাকরি থেকে বঞ্চিত। প্রতিবাদে চার দিন ধরে খোট্টাডিহী ওসিপি এজেন্ট অফিসের সামনে ধর্মঘট চালাচ্ছেন জমিদাতারা।

author-image
Pallabi Sanyal
New Update
খোট্টাডিহী ওসিপি এজেন্ট অফিসের সামনে ধর্মঘট

খোট্টাডিহী ওসিপি এজেন্ট অফিসের সামনে ধর্মঘট

হরি ঘোষ, দুর্গাপুর : খোট্টাডিহী (KHOTTADIHI)ওসিপি এজেন্ট অফিসের (OPC AGENT OFFICE)  সামনে ১২ জন চাকরিপ্রার্থী! 

পাণ্ডবেশ্বর (PANDABESWAR) এরিয়ার বিলপাহাড়ি (BILPAHARI) গ্রামের (VILLAGE)  জমি অধিগ্রহণ করে ইসিএল (ECL)।  ২০১৯ সালে সেই জমির ৮০ শতাংশ কেটে কয়লা উত্তোলন করা হয় এবং আরো ২০ শতাংশ জমির উপর  ইসিএল এর কাজ চলা সত্বেও জমিদাতারা চাকরি থেকে বঞ্চিত। প্রতিবাদে চার দিন ধরে খোট্টাডিহী ওসিপি এজেন্ট অফিসের সামনে ধর্মঘট চালাচ্ছেন জমিদাতারা। তা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ। জমিদাতাদের দাবি, যতক্ষণ না তারা চাকরির নিয়োগপত্র হাতে পাচ্ছেন ততক্ষণ অবধি এই অবস্থান বিক্ষোভ চলবে এবং পরবর্তী ক্ষেত্রে  আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন জমিদাতারা।