জমি দখল নিয়ে ধুন্ধুমার কাণ্ড

গড় শালবনীর জমি দখল নিয়ে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের হস্তক্ষেপে সামাল।

author-image
Aniket
New Update
fg

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় ৫০ বছর ধরে এই এলাকার একটি কাজু বাগানের জমি দখল করে থাকা কুড়মি সম্প্রদায়ের প্রায় ৭০ টি পরিবারের মহিলারা ও পুরুষেরা অভিযোগ করেন, তারা বহুদিন ধরে ওই জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

অভিযোগ অনুযায়ী, হঠাৎ করে এক মহিলা ও ঝাড়গ্রামের এক প্রোমোটার নিজেদের জমির মালিক দাবি করে নথিপত্র দেখিয়ে জমি দখলের চেষ্টা করেন। তাতে বাধা দেন গ্রামের বাসিন্দারা। গ্রামের মানুষ অভিযোগ করেন, যে ব্যক্তি জমি বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে, তাকে কেউ চেনে না এবং জমির বর্তমান দাবিদার মহিলাকে 'ভুয়ো' বলে সন্দেহ করছেন তারা।

এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখযোগ্য ভাবে, এর আগেও এই এলাকায় ভুয়ো নথি ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ এবং ভূমি দপ্তর তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই জমি তাদের জীবনের অন্যতম অবলম্বন, হঠাৎ কেউ কাগজ নিয়ে এসে জমি দখল করতে চাইলে তা মেনে নেওয়া সম্ভব নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জমির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

add senco