/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-08-2025-12-08-13-29-17.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের প্রাণকেন্দ্রে শুরু ‘লালমাটির হাট’। প্রতি রবিবারই বসবে এই বিশেষ হাট, যা ২০২১ সালে সূচনা হওয়ার পর এ বছর পঞ্চম বর্ষে পা রাখল। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রবীন্দ্র পার্কের মনোরম পরিবেশে লালমাটির হাট ইতিমধ্যেই স্থানীয় মানুষ থেকে শুরু করে বাইরের পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। জঙ্গলমহলের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই হাটের আয়োজন—যা পুরোপুরি মহিলা পরিচালিত উদ্যোগ। স্থানীয় হস্তশিল্প, প্রাকৃতিক উপাদানে তৈরি বিভিন্ন সামগ্রী, হাতে গড়া অলংকার, পোশাকের পাশাপাশি রয়েছে জঙ্গলমহলের নিজস্ব খাবারের সম্ভারও। অনেকটা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে তৈরি এই ‘লালমাটির হাট’ অনন্য বৈশিষ্ট্যে আলাদা পরিচয় গড়ে তুলছে।
শীতের শুরুতেই অরণ্য শহর ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহলে পর্যটকের ভিড় বাড়ে। এই সময়ে নতুন করে লালমাটির হাটের সূচনা পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের বনদফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি জানান, স্থানীয় শিল্পীদের স্বনির্ভর করতে এবং জঙ্গলমহলের সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে তুলে ধরতেই এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সার্বিকভাবে, রবীন্দ্র পার্কে শুরু হওয়া লালমাটির হাট শুধু কেনাকাটার জায়গা নয়—এটি জঙ্গলমহলের শিল্প, মানুষ ও সংস্কৃতির মিলনস্থল হয়ে উঠছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-08-2025-12-08-13-30-41.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us