/anm-bengali/media/media_files/2025/08/29/whatsapp-image-2025-08-29-at-202803-2025-08-29-21-59-03.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লালগড়ের সিজুয়াতে বালি বোঝাই লরি আটকে টাকা আদায় ও চালকদের মারধরের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল লালগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটে গত ২০ আগস্ট বুধবার রাতে। অভিযোগ, ওই এলাকায় একদল যুবক একাধিক লরির চালকদের কাছ থেকে টাকা দাবি করে। চালকেরা টাকা দিতে অস্বীকার করলে তাদের ব্যাপক মারধর করা হয় এবং তাদের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়।
এতে একাধিক ট্রাক চালক গুরুতর জখম হন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরেরদিন আহত ট্রাক চালকেরা লালগড় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার মূল মাথা আকাশ পতিহার ও সুমন পতিহারকে পুলিশ গ্রেফতার করে। দু’জনেই কাঁটাপাহাড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
/anm-bengali/media/post_attachments/27a997f1-947.png)
ওই দিনই ধৃতদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us