/anm-bengali/media/media_files/2025/10/06/screenshot-2025-10-06-64-pm-2025-10-06-18-11-08.png)
নিজস্ব প্রতিনিধি: একসময় এই গ্রামে ছিলো মানুষের বসবাস।রয়েছে এই গ্রামে এখনো পাকা বাড়িঘর। রয়েছে একটি লক্ষ্মী মন্দির। কিন্তু এখন আর এই গ্রামে কেউ আর বসবাস করেনা কারণ বাড়িঘর গুলো প্রায় ভগ্ন দশা গ্রামে দীর্য প্রায় ২০ বছর থেকে বাস নেই গ্রামের মানুষদের ।কথিত আছে নাকি ভূতের ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের মানুষ।আর এখানে বাস করেনা।এমনিই গুজব ছড়ায় কুলটি সহ আশেপাশের এলাকায়। এই গ্রামের বসবাস কারী মানুষরা তারা অনত্র জায়গায় বাড়িঘর করে বসবাস করছেন। তবে আজকের দিনে লক্ষ্মী পুজোর সময় গ্রামের সকল মানুষেরা গ্রামে ফিরেন এবং গ্রামের লক্ষ্মী পুজো করেন এইদিন সবাই একত্রিত হন।দেখা হয় একে ওপরের সাথে। লক্ষ্মী পুজো অর্চনার শেষে ভোগ প্রসাদ খেয়ে আবার ফিরে যায় বর্তমান নিজেদের বাড়িতে ।দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বেনা গ্রাম।
/anm-bengali/media/post_attachments/740a2457-90c.png)
তবে এদিন গ্রামের বাসিন্দারা জানান কোনো ভূতের উপদ্রব নয় এটা গুজব ছড়িয়েছে ভূত বলে কিছু নেই আমার গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণ একটাই তখন পানীয় জল, বিদ্যুৎ, বাসস্ট্যান্ড রাস্তা ঘাট ছিলনা তাই গ্রামের মানুষ এই বেনাগ্রাম ছেড়ে বর্তমানে অনত্র বসবাস করেছেন তবে লক্ষ্মী পুজোর দিন সবাই এইদিন বেনাগ্রামে আসেন লক্ষ্মী পুজোর দিন দেখা হয় গ্রাম ছেড়ে চলে যাওয়া একে ওপরের সাথে। লক্ষ্মী পুজো খুব ধুমধাম পুজো হয় বেনা গ্রামে। তবে গ্রামবাসীরা ও আবেদন জানান এই গ্রামে যদি রাস্তাঘাট পানীয় জল ও বৈদ্যুতিক আলো আছে তবে তারা নিশ্চয়ই আবার ফিরে আসবে। কারণ এই গ্রামেই রয়েছে তাদের জমি জায়গা বাড়ি ঘর ছিল চাষবাস রয়েছে পুকুর। বিভিন্ন সমস্যার কারণে তারা এদিক-ওদিক চলে গেছিলেন। তারা স্থানীয় মেয়র ও বিধায়ক এর কাছে আবেদন করেন তাদের এলাকায় যেন পানীয় জল রাস্তা ও আলোর ব্যবস্থা করা হয়। তা না হলে এই এলাকায় বিভিন্ন রকম দুষ্কৃত মূলক কাজকর্ম ক্রিয়াকরাব চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us