৭৯ তম বর্ষে পদার্পণ করল দীঘা সর্বজনীন দুর্গা ও লক্ষ্মীপূজা কমিটি !

দেখুন দিঘার ঐতিহ্যবাহী পুজোর খবর।

author-image
Debjit Biswas
New Update
be771034-b677-444d-ab24-c19ecd55a87d

LAKSHMI PUJA

নিজস্ব সংবাদদাতা : দীঘা শুধু পশ্চিমবঙ্গের নয়, সমগ্র ভারতের অন্যতম জনপ্রিয় সমুদ্রতট হিসেবেই পরিচিত। এই পর্যটননগরী শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই সমৃদ্ধ নয়, বরং এর সাংস্কৃতিক ঐতিহ্যও সমানভাবে গুরুত্ব রাখে। প্রতি বছর দুর্গা ও লক্ষ্মীপূজার সময় দীঘা রূপ নেয় এক অপূর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের কেন্দ্রে। এবার দীঘার সর্বজনীন দুর্গা ও লক্ষ্মীপূজা কমিটি গর্বের সঙ্গে পা রাখল তাদের ৭৯তম বর্ষে।

এই দীর্ঘ পথচলা শুধুমাত্র পূজার আয়োজন নয়, বরং একটি সমাজকে একত্রিত করার এক ঐতিহ্যবাহী নিদর্শন। লক্ষ্মীপূজার দিন দীঘার ঘরে ঘরে, দোকানে দোকানে, এমনকি সমুদ্রতট সংলগ্ন এলাকাতেও মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন সকলেই। দীপের আলোয় আলোকিত হয় প্রতিটি প্রান্ত, আর ধূপের গন্ধে ভরে ওঠে পরিবেশ। পূজা কমিটির সম্পাদক সুশান্ত পাত্র ও সভাপতি শীর্ষেন্দু বিকাশ কুন্ডু'রা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা ও ভ্রমণার্থীদের জন্য থাকে বিশেষ আয়োজন যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বালন, আলোকসজ্জা, ও প্রসাদের ব্যবস্থা।

a9c6716c-4e0c-4fdb-b98e-cbcc3010437c
LAKSHMI

৭৯ বছরের এই যাত্রা কেবল পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দীঘার সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার ধারক ও বাহক। পর্যটকেরাও এই সময় দীঘায় এসে শুধুমাত্র সমুদ্রস্নানেই নয়, এই পবিত্র ও বর্ণময় পূজার অভিজ্ঞতায় সমৃদ্ধ হন।

এইভাবে দীঘার পূজা কমিটি বছরের পর বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সঙ্গে পর্যটনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।