লক্ষ্মীপুজোর আগেও দুর্যোগ, বৃষ্টিতে চিন্তায় প্রতিমা বিক্রেতারা

বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-04 at 22.34.48

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী সোমবার লক্ষ্মীপুজো। হাতে আর মাত্র একটি দিন বাকি। কিন্তু ঠিক তার আগেই মালদায় টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা বিক্রেতাদের কপালে। শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস, কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা। 

কিন্তু শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালেও শুরু হয়েছে বৃষ্টি। ফলে ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা কার্যত থমকে গেছে। বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা।

digbijay da add

বিক্রেতা শ্যামল রায় এই প্রসঙ্গে বলেন, “দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেউ দোকানে আসছে না। প্রতিমা ভিজে যাচ্ছে, এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না"। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অন্যান্য বিক্রেতারাও।