/anm-bengali/media/media_files/OO9GGnNJkFsYVu3I4POJ.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরায় লেডি সিঙ্ঘম এএসআই তানিয়া দাস। গত ১৫ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের জলিমান্দা এলাকা থেকে চোর সন্দেহে এক যুবককে আটক করে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার হওয়া যুবকের নাম মহাদেব দাস।বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়নায়।তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং মহিষাদল থেকে দুটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে ডেবরা থানার পুলিশ।পাশাপাশি মেদিনীপুর আদালতে পাঠানোর পর অভিযুক্তকে তিন দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয় আদালত। পুনঃরায় তাকে জিজ্ঞাসাবাদ করায় ফের পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পশ্চিম মেদিনীপুর জেলার জলচক থেকে দুটি বাইক উদ্ধার করে পুলিশ। কেসের আইও তানিয়া দাসের নেতৃত্ব এই বাইক গুলি উদ্ধার করা হয়। আজ অর্থাৎ বুধবার ফের মহাদেব দাসকে মেদিনীপুর আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গিয়েছে। ডেবরা থানার এএসআই তানিয়া দাস বিভিন্ন ক্ষেত্রে আসামীদের ধরার ক্ষেত্রে এক্সপার্ট। তাই ডেবরাবাসী তাকে লেডি সিঙ্ঘাম হিসেবে মানে। তাই একজন মহিলা পুলিশ কর্মীর এই বাজিমাতে খুশি ডেবরাবাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us