হাজার লাড্ডু বিলি করে পবিত্র ঈদের শুভেচ্ছা বিধায়কের

হাজার লাড্ডু বিতরণ করলেন বিধায়ক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
d32e2q`qe2f

File Picture

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চককুমার এলাকায় নামাজ পড়ে এক হাজার লাড্ডু বিতরণ করলেন বিধায়ক। পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রাক্তন আইপিএস তথা ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তিনি জানান, ডেবরা বিধানসভার প্রত্যেকটি এলাকায় তিনি যাবেন এবং লাড্ডু বিলি করবেন। ডেবরাবাসীকেও পবিত্র ঈদের শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অনান্যরা।