পশ্চিম মেদিনীপুরে প্রভাবহীন কুড়মী আন্দোলন

কুড়মী আন্দোলনের প্রভাব নেই পশ্চিম মেদিনীপুরে।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-09-20 at 7.26.15 PM

PASCHIM MEDINIPUR

নিজস্ব সংবাদদাতা :  এসটি (ST) তালিকায় অন্তর্ভুক্ত করা এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ কুড়ি তারিখ সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, কলাইকুন্ডা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে জাতীয় সড়ক অবরোধ এবং রেলপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল কুড়মী সমাজের পক্ষ থেকে।

kurmiii.jpg

কিন্তু আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি এলাকায় পুলিশের নিরাপত্তা এতটাই বেশি ছিল যে কুড়মী সমাজের পক্ষ থেকে এখানে কোনও অবরোধ হয়নি।