Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/09/20/whatsapp-image-2025-09-20-at-2025-09-20-19-51-03.jpeg)
PASCHIM MEDINIPUR
নিজস্ব সংবাদদাতা : এসটি (ST) তালিকায় অন্তর্ভুক্ত করা এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ কুড়ি তারিখ সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, কলাইকুন্ডা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে জাতীয় সড়ক অবরোধ এবং রেলপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল কুড়মী সমাজের পক্ষ থেকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/khgH6RjmlsuqmlZ93Wtz.jpg)
কিন্তু আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি এলাকায় পুলিশের নিরাপত্তা এতটাই বেশি ছিল যে কুড়মী সমাজের পক্ষ থেকে এখানে কোনও অবরোধ হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us