ঝাড়গ্রামে প্রভাবহীন কুড়মী আন্দোলন

কুড়মী আন্দোলনের প্রভাব নেই ঝাড়গ্রামে।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-20 at 7.22.25 PM

JHARGRAM

নিজস্ব সংবাদদাতা : আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের কোনও প্রভাবই এখনও পর্যন্ত পড়েনি ঝাড়গ্রামে। শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম শহর ও জেলার সর্বত্র স্বাভাবিক জনজীবন বজায় রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলিতে রেল অবরোধের চেষ্টা করলেও আন্দোলনকারীরা ট্রেন চলাচল ব্যাহত করতে পারেননি। অন্যদিকে ঝাড়গ্রাম স্টেশনে স্বাভাবিকভাবে ট্রেন ওঠা–নামা চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী তৎপর হয়েছে জেলা পুলিশ ও রেল পুলিশ। স্টেশন এবং আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

kurmiii.jpg

পাশাপাশি, সকাল থেকেই জেলার সমস্ত রুটে বাস পরিষেবা চালু রয়েছে। ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যার সৃষ্টি হয়নি। জেলা পুলিশের দাবি, আদালতের নির্দেশ কার্যকর করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।