New Update
/anm-bengali/media/media_files/2025/09/20/whatsapp-image-2025-09-20-at-2025-09-20-19-47-05.jpeg)
PURULIA
নিজস্ব সংবাদদাতা : কুড়মী সমাজের ডাকা রেল অবরোধের কোনও প্রভাব পড়লো না পুরুলিয়া জেলায়। আজ শনিবার সকাল থেকে রেল চলাচল স্বাভাবিক, পাশাপাশি সড়ক পথও স্বাভাবিক রয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে শুক্রবার রাত থেকে রাজ্য পুলিশ ও রেল পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মোড়ে মোড়ে নাকা চেকিং, রুটমার্চ, এরিয়া ডোমিনেশ ছাড়াও, জেলা জুড়ে পুলিশ মাইকিং করে শুক্রবার দিনভর। মানুষকে সচেতন করার পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/khgH6RjmlsuqmlZ93Wtz.jpg)
তবে শুক্রবার গভীর রাতে জেলার কয়েকটি জায়গায় কুড়মী সমাজের কিছু সংখ্যক মানুষ জমায়েত হওয়ার চেষ্টা করেন। এমন প্রায় ৬০ থেকে ৭০ জন কুড়মী সমাজের কর্মীকে পুলিশ আটক করেন বলেও জানা গেছে। তবে সবমিলিয়ে এদিন সকাল থেকে এখনও পর্যন্ত জেলা জুড়ে জনজীবন মোটের উপর স্বাভাবিক রয়েছে ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us