New Update
/anm-bengali/media/media_files/L0ExEKkl96PJ4fpEZ1yN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃতৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, “শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই।
/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)
RGKor নিয়ে আমাদের সকলের মত তিনিও উদ্বিগ্ন। 14/9 এর অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়।”
শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 31, 2024
RGKor নিয়ে আমাদের সকলের মত তিনিও উদ্বিগ্ন। 14/9 এর অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন।
পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়। pic.twitter.com/WOA300lYtX
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us