‘সিস্টেমে আমি মিসফিট’, কুণালের টুইট নিয়ে শোরগোল

কুণাল ঘোষের টুইট নিয়ে পড়ে গেল শোরগোল।

author-image
Probha Rani Das
New Update
kunal loksabha.jpg

নিজস্ব সংবাদদাতাঃআজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল টুইট করেছেন, “আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। তৃণমূল কংগ্রেস আমার দল।” 

Add 1