/anm-bengali/media/media_files/j6x12YzeeFR8aoOdovRr.jpg)
নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় শালবনিতে। এই ঘটনায় ট্যুইটে বিরোধীদের কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''শুক্রবার রাতে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যারা পুলকিত, তারা শুধু এটা ভাবুন কতবছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনো শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন।
এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন।'' অন্যদিকে, খেলা হবে নামে তৃণমূল সমর্থনকারী এক ট্যুইটার হ্যান্ডেলে উল্লেখ করা হয়েছে, কুরমি বিক্ষোভের নামে আদিবাসীদের আন্দোলনে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়েছে। মদের বোতল ছোঁড়া হয়েছে। রাজ্ছযর বিরোধী দলকে নিশানা করে ৪৮ ঘন্টার মধ্যে ঘটনায় বিবৃতি দাবি করা হয়েছে।
.@abhishekaitc র কনভয়ে শুক্রবার রাতে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যারা পুলকিত, তারা শুধু এটা ভাবুন কতবছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনো শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 27, 2023
এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন।
আন্দোলনের নামে ঝাড়গ্রামকে অশান্ত করার চক্রান্ত করছে। কুর্মি বিক্ষোভের নাম করে আদিবাসীদের আন্দোলনে জয় শ্রীরাম স্লোগান, ছুঁড়ছে মদের বোতল। ওদের নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে বিবৃতি দিন - @abhishekaitc#ShameOnBJP #KhelaHobe pic.twitter.com/9jdyNs0s90
— Khela Hobe (@KhelaHobe2024) May 27, 2023