New Update
/anm-bengali/media/media_files/aMRKT2o17g3dnQ5194k9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে তৃণমূলের ২ প্রার্থী মালা রায় ও হাজি নুরুলের প্রার্থীপদ বাতিলের জল্পনা বাড়ছে। এবার এই বিষয়ে ট্যুইট করে বড় বার্তা দিলেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, "১) মালা রায়ের মনোনয়ন গ্রহণ করে ওয়েবসাইটে আপলোড করল কমিশন। ২) হাজি নুরুলও বৈধ হবেন। কারণ, সূত্রের খবর, 'নো ডিউস' সার্টিফিকেট ১০ বছরের মধ্যে প্রাক্তন হওয়াদের ক্ষেত্রে প্রযোজ্য। নুরুলের ১০বছর অতিক্রান্ত"।
1) মালা রায়ের মনোনয়ন গ্রহণ করে ওয়েবসাইটে আপলোড করল কমিশন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 15, 2024
2) হাজি নুরুলও বৈধ হবেন। কারণ, সূত্রের খবর, 'নো ডিউস' সার্টিফিকেট 10 বছরের মধ্যে প্রাক্তন হওয়াদের ক্ষেত্রে প্রযোজ্য। নুরুলের 10 বছর অতিক্রান্ত।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us