New Update
/anm-bengali/media/media_files/XFJBTM2GHDVUZTmjXbo7.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার প্যানেল বাতিল ইস্যুতে বিজেপি, কংগ্রেস ও বামকে একসঙ্গে নিশানা করে ট্যুইট করলেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/BoyYoFtV5gmC8u5xd1xj.jpg)
ট্যুইট করে কুণাল ঘোষ বলেছেন, "বাম, কং, বিজেপি মুখে বলছেন যোগ্যদের চাকরি চাই। কিন্তু ভুল সংশোধন করে তৃণমূল সরকার যখন যোগ্যদের চাকরির চেষ্টা চালাচ্ছে, তখন ওদের উকিলরা গোটা প্যানেল বাতিলে মরিয়া। এই দ্বিচারিতা মানুষ বুঝতে পারছেন। এরা সব লন্ডভন্ড করে শুধু রাজনৈতিক ফায়দা চাইছে। এই দ্বিচারিতার মুখোশ খুলছে"।
/anm-bengali/media/post_attachments/f4697ece-2a5.png)
কুণাল ঘোষের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
বাম, কং, বিজেপি মুখে বলছেন যোগ্যদের চাকরি চাই।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 30, 2024
কিন্তু ভুল সংশোধন করে @AITCofficial সরকার যখন যোগ্যদের চাকরির চেষ্টা চালাচ্ছে, তখন ওদের উকিলরা গোটা প্যানেল বাতিলে মরিয়া।
এই দ্বিচারিতা মানুষ বুঝতে পারছেন।
এরা সব লন্ডভন্ড করে শুধু রাজনৈতিক ফায়দা চাইছে।
এই দ্বিচারিতার মুখোশ খুলছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us