'কুণাল ঘোষ- জেল- গাড়িতে উঠবার সময় পরিত্রাহি চিৎকার- তদন্ত'- শোরগোল

কুণাল ঘোষকে নিশানা করলেন তথাগত রায়।

author-image
Aniket
New Update
কুণাল ঘোষ

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার কুণাল ঘোষকে চরম নিশানা করে বসলেন তথাগত রায়। কুণাল ঘোষের জেল যাওয়াকে নিয়ে কটাক্ষ করলেন তথাগত রায়। ইতিপূর্বে কুণাল ঘোষ ট্যুইট করে বলেন, "রাজ্যপাল সম্পর্কে মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বক্তব্যকে স্বাগত। মমতা ব্যানার্জি ও আমরা তিনজন রাজ্যপালের মানহানি করিনি। পদটিকে আমরা সম্মান করি। কিন্তু রাজভবন সংক্রান্ত যে মারাত্মক অভিযোগ এসেছে, সেগুলির যথাযথ তদন্তের দাবি আগেও করেছি, আবার করব। বেশ করব"।

x tathagata roy sad face

আর এর উত্তরেই তথাগত রায় চরম কটাক্ষ করে বসলেন। তিনি বলেছেন, "আর আপনি জেলের গাড়িতে উঠবার সময় যে সব কথা বলে পরিত্রাহি চিল্লাচ্ছিলেন তার তদন্ত করাবেন না? 🤣🤣🤣" কুণাল ঘোষকে নিয়ে তথাগত রায়ের এই কটাক্ষ ট্যুইটকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে।

Adddd