New Update
/anm-bengali/media/media_files/Ba0YHO51d6xRgpcKLZ2i.jpg)
নিজস্ব সংবাদদাতা : নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মাঝে পড়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ! ময়নায় আসনান বাজার এলাকায় কুণালকে কাছে পেয়ে এগিয়ে আসেন দলের কর্মীরা। হাত নাড়িয়ে কথা বলতে শুরু করেন। ঘটনা বিক্ষোভের বলে সংবাদমাধ্যমে প্রচারিত হলেও মানতে নারাজ কুণাল। তার দাবি, স্থানীয় নেতারা সভার খবর পাননি। কেন খবর দেওয়া হয়নি তাদের, এই নিয়ে মান অভিমানের কথা জানাতে আসেন।
TVর খবর, আমাকে ঘিরে ময়নাতে বিক্ষোভ।
পাগল?
হাঁটছিলাম। কয়েকজন বললেন তাঁরা সভার খবর পাননি। কেন স্থানীয় নেতারা খবর দেবেন না? আমার কথায় অভিমান ঘুচল।
তাঁরা আমার সঙ্গে সভায় এলেন। সবাই থাকলেন। বৃষ্টিতে সকালেও ভালো সভা হল।
এখন টিভি বলছে, আমাকে বিক্ষোভ।
সাংবাদিকরা সব দেখলেন।
তাহলে? pic.twitter.com/WvcbYuCyeU
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us