/anm-bengali/media/media_files/LfprzREbGDOsKbP1cb4e.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার নতুন করে বাকযুদ্ধ শুরু হল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) মধ্যে। আজ সোমবার নতুন করে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করলেন কুণাল ঘোষ। আজ এক টুইট বার্তায় কুণাল ঘোষ লেখেন, ‘শুভেন্দু অধিকারীকে কয়েকটি বিষয় পরিষ্কার করতে হবে…
১) সুদীপ্ত সেন কীভাবে এবং কেন কাঁথিতে গিয়েছিলেন এবং সেখানে টাকা ব্যয় করেছিলেন?
২) সুদীপ্ত সেন কি মধ্যাহ্নভোজের জন্য শুভেন্দুর বাড়িতে গিয়েছিলেন?
৩) সেই রাতে যখন সুদীপ্ত সেন কলকাতা ছাড়েন, তখন কেন সারদা অফিসে উপস্থিত ছিলেন শুভেন্দু?
৪) এজেন্সি কেন কাঁথি থেকে অর্থ উদ্ধারের চেষ্টা করছে না?'
.@SuvenduWB must clear:
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 30, 2023
1) How& why Sudipta Sen went to Contai & spent money there?
2) Whether Sen went to Suvendu's house for a lunch-meeting?
3) Why Shuvendu was present in Sarada offc that night when Sen left Kolkata?
4) Why agency is not trying to recover money from contai?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us