'কেন্দ্রীয় বাহিনী আমাদের মাথাব্যাথা নয়,' 'সুপ্রিম' রায় নিয়ে মুখ খুলল TMC

কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
tmc .jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম রায় প্রসঙ্গে অবশেষে প্রতিক্রিয়া জানালো তৃণমূল। আজ মঙ্গলবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "কেন্দ্রীয় বাহিনী আমাদের মাথাব্যাথা নয়। আমরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত। শুধু পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে না। এটা বিরোধী দলের ষড়যন্ত্র। ৬১,০০০ বুথের মধ্যে মাত্র ৪-৫টি বুথে সমস্যা রয়েছে, সেটাও বিরোধীরা তৈরি করেছে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আমাদের উন্নয়নমূলক প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ টিএমসি-র পক্ষেই ভোট দেবেন।" 

তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, ‘রাজ্যে যতই কেন্দ্রীয় বাহিনী আসুক, জিতবে তৃণমূলই।‘ সুপ্রিমকোর্টেবড়ধাক্কাখেলরাজ্য।রাজ্যেরএসএলপিখারিজকরলসুপ্রিমকোর্ট।রাজ্যেরলিভপিটিশনআজমঙ্গলবারখারিজকরেদিলদেশেরশীর্ষআদালত।কলকাতাহাইকোর্টেররায়ইবহালরাখলসুপ্রিমকোর্ট।অর্থাৎপশ্চিমবঙ্গেরপঞ্চায়েতভোট (Panchayat Vote) হবেকেন্দ্রীয়বাহিনীরতত্ত্বাবধানেই।এদিনসুপ্রিমকোর্টজানিয়েছে, পঞ্চায়েতভোটেবাংলারকোনায়কোনায়মোতায়েনথাকবেকেন্দ্রীয়বাহিনী।সুপ্রিমকোর্টেরবিচারপতিনাগরত্নজানিয়েছেন, স্বচ্ছশান্তিপূর্ণভোটকরাতেইকেন্দ্রীয়বাহিনীকেমোতায়েনকরাররায়দিয়েছিলকলকাতাহাইকোর্ট।এইবিষয়েআমরাকোনওহস্তক্ষেপকরবনাবাআমরাআগ্রহীনি, তাইরাজ্যসরকারনির্বাচনকমিশনেরস্পেশাললিভপিটিশনখারিজকরাহল।'   

 

পশ্চিমবঙ্গেআগামীজুলাইঅনুষ্ঠেয়পঞ্চায়েতনির্বাচনেসহিংসতানিয়েঅসন্তোষপ্রকাশকরেছে সুপ্রিমকোর্টও।পশ্চিমবঙ্গেকেন্দ্রীয়নিরাপত্তাবাহিনীমোতায়েনেরসিদ্ধান্তনিয়েছেসুপ্রিমকোর্ট।পাশাপাশিরাজ্যসরকাররাজ্যনির্বাচনকমিশনেরআবেদনওখারিজকরেদেওয়াহয়েছে, যেখানেতারাযুক্তিদিয়েছিলযেনির্বাচনরাজ্যেরমধ্যেইহয়েছেএবংকেন্দ্রহস্তক্ষেপকরতেপারেনা।শীর্ষআদালতপর্যবেক্ষণকরেছেযেনির্বাচনকরাসহিংসতারলাইসেন্সহতেপারেনা।

 

আগামীজুলাইঅনুষ্ঠেয়স্থানীয়সরকারনির্বাচনেপশ্চিমবঙ্গেকেন্দ্রীয়বাহিনীমোতায়নকরানিয়েমমতাবন্দ্যোপাধ্যায়েরসরকারেরচ্যালেঞ্জখারিজকরেদিয়েছেসুপ্রিমকোর্ট।বিচারপতিনাগারত্নবলেন, 'আমরাপ্রশংসাকরিযেনির্বাচনেরজন্যগণতান্ত্রিকব্যবস্থারয়েছে, কিন্তুনির্বাচনেসহিংসতাহতেপারেনা।

 

তিনিবলেন, অবাধসুষ্ঠুনির্বাচননিশ্চিতকরতেইহাইকোর্টেরএইআদেশ।প্রসঙ্গত, পঞ্চায়েতনির্বাচনেরসময়কেন্দ্রীয়বাহিনীকেনিরাপত্তারনির্দেশদেওয়ারকলকাতাহাইকোর্টেরনির্দেশকেসুপ্রিমকোর্টেচ্যালেঞ্জকরেছিলরাজ্যসরকাররাজ্যনির্বাচনকমিশন। সুপ্রিমকোর্টেরএইআদেশপশ্চিমবঙ্গসরকারেরজন্যএকটিবড়ধাক্কাবলেইমনেকরছেবিশিষ্টমহল।