গ্রেফতার সন্দীপ ঘোষ, আরজি করের সুরাহা কবে করবে সিবিআই?

সন্দীপ ঘোষের গ্রেফতারির বিষয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
kunal-ghosh

নিজস্ব সংবাদদাতা: সন্দীপ ঘোষের গ্রেফতারি সম্পর্কে তৃণমূল নেতা কুণাল ঘোষ তার সমাজমাধ্যমে লিখেছেন, "ঘটনার পরেই আমার প্রথম পোস্ট। সেই অবস্থানেই আছি।

kunal ghoshw1.jpg



সন্দীপ গ্রেফতার দুর্নীতিতে। যা হবার হোক।

কিন্তু CBI, মূল ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের আপডেট কী? KP একজনকে গ্রেপ্তার করেছিল।

sandiprgkar

তারপর? একা, না চক্র? যত দেরি, তত ন্যায্য প্রতিবাদ, সঙ্গে তত গুজব, কুরাজনীতি। আসল তদন্ত কতদূর, জানানো হোক।"