/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-205224-2025-10-01-20-52-42.png)
হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুরের সেক্টর টু-সি এলাকায় দুর্গাপুজোর অন্যতম বিশেষ আকর্ষণ হয়ে উঠল কুমারী পুজো। মহাষ্টমীর সকালে মণ্ডপে আয়োজিত এই আচারকে কেন্দ্র করে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পরম উচ্ছ্বাস ও ভক্তিভরে এলাকাবাসী অংশ নেন এই পুজোয়। ছোট ছোট কুমারী মেয়েদের দেবী রূপে পুজো করতে দেখা যায়। পায়ে আলতা, শঙ্খ-শাঁখার শব্দ আর মন্ত্রোচ্চারণে পুজোমণ্ডপ ভরে ওঠে আবেগে।
স্থানীয়দের মতে, কুমারী পূজার মাধ্যমে প্রকৃত শক্তির আরাধনা করা হয়। এই আচার কেবল ধর্মীয় দিক থেকেই নয়, সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ ছোট ছোট কন্যাদের দেবী রূপে মান্যতা দিয়ে সমাজে নারীর প্রতি সম্মান ও মর্যাদার বার্তা ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য। পূজা উপলক্ষ্যে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই এলাকাবাসী ভিড় জমায় মণ্ডপে। অনেকে উপবাস থেকে পূজায় অংশ নেন, আবার কেউ কেউ ভোগের আয়োজন করেন। শিশু থেকে প্রবীণ সকলে মিলে কুমারী পুজোর আনন্দ ভাগ করে নেন। সেক্টর টু-সির দুর্গাপুজো মণ্ডপ তাই মহাষ্টমীর দিন হয়ে উঠল ভক্তি, আবেগ ও আনন্দের এক মিলনক্ষেত্র।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-205207-2025-10-01-20-53-01.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us