New Update
/anm-bengali/media/media_files/2025/05/16/Bs5R7iH6f0ItTsdKVmF7.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের কার্যালয়টি নব সংস্কারের মাধ্যমে শুভ উদ্বোধন করা হল। এই নব সংস্কারে ওসি চেম্বার, সেকেন্ড অফিসার চেম্বার মিটিংরুম ও অফিস রুমের আজ উদ্বোধন করেন ডিসিপি ট্রাফিক ভি জি সতীশ পাশুমার্থী সহ অন্যান্য অধিকারিকেরা।
/anm-bengali/media/post_attachments/b2cb8e9c-8ae.png)
পরিকল্পনা রয়েছে একটা সাবট্রাফিক গার্ড করার, কারণ কুলটি ট্রাফিক গার্ড এলাকাটি বড়, পাশাপাশি বারাবনি এলাকাটিও অনেকটা দূর রয়েছে। যদিও কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এখনও পরিষেবা দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ ট্রাফিক পরিষেবায় সন্তুষ্ট রয়েছেন। তবে পরিষেবা আরো উন্নত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us