New Update
/anm-bengali/media/media_files/2025/06/17/80sKjuzo3lNmGiEX3pbz.jpeg)
নিজস্ব প্রতিনিধি, নদিয়া: মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নদিয়ার কৃষ্ণনগর জেলার ধুবুলিয়া থানার পুলিশ। সোমবার বিকালবেলা ৯১ কেজি গাঁজা উদ্ধার করল ধুবুলিয়া থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই মাদক পাচারকারীকে।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সনৎ মন্ডল। ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নওয়াপাড়া গ্রামে। জানা গিয়েছে, একটি সাদা ক্রেটা গাড়িতে চেপে ওই ব্যক্তি কলকাতার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সূত্র মারফত খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ ঘাটেশ্বরের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন গাড়ির পিছনের ডিকি থেকে ৯১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/06/17/QQmpcqxnabAhpq2WJS2f.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us