আসছে বৃষ্টি! আজ সন্ধ্যাতেই ঝেঁপে পড়তে পারে কলকাতায়

কলকাতায় আজ তাপমাত্রা থাকবে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, তবে বিকেলের পরেই হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। গরমের মধ্যে সামান্য স্বস্তির আশায় বুক বাঁধছেন শহরবাসী।

author-image
Debapriya Sarkar
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা : টানা গরমে জেরবার শহরবাসীর জন্য হাওয়া অফিসের তরফে এল সামান্য স্বস্তির ইঙ্গিত। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের চেয়ে বেশি। তবে দুপুর গড়াতেই শহরের কিছু অংশে হতে পারে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও মিলতে পারে এমন বৃষ্টির সম্ভাবনা।

Rain

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সন্ধ্যার পর বৃষ্টি একটু জোরালো হতে পারে। ফলে গরমের মধ্যে কিছুটা স্বস্তি মিলতে পারে শহরবাসীর। তবে সঙ্গেই বজ্রপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।