কলকাতায় আজ গরমে হাঁসফাঁস, বিকেলে ঝড়-বৃষ্টির ইঙ্গিত!

তাপমাত্রা ৩৪°, আর্দ্রতা ৮৮%। বিকেলে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতায়। আজকের আবহাওয়ার আপডেট এক নজরে।

author-image
Debapriya Sarkar
New Update
summerkoll4.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকেই কলকাতা জুড়ে চলছে প্রচণ্ড গরম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তবে গরমের অনুভূতি ৩৯ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আর্দ্রতার মাত্রাও অত্যন্ত বেশি—প্রায় ৮৮ শতাংশ। ফলে সকাল থেকে রাস্তায় বের হলেই ঘেমে একাকার অবস্থা শহরবাসীর।

summer

হাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর থেকে শহরের আকাশ ক্রমশ মেঘলা হতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে হাওয়া বইছে, যা সন্ধ্যার দিকে আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

d

আবহাওয়া দফতরের পরামর্শ, অতিরিক্ত গরমে বাইরে বের হলে হালকা ঢিলেঢালা পোশাক পরুন, পর্যাপ্ত জল পান করুন এবং ছাতা সঙ্গে রাখুন। বিকেলের দিকে রাস্তায় বের হওয়ার পরিকল্পনা থাকলে রেইনকোট বা ছাতা নিতে ভুলবেন না। শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে যাঁরা দীর্ঘ সময় রোদের মধ্যে থাকেন—তাঁদের হিটস্ট্রোকের সম্ভাবনা বেশি।