মহিলাদের বিরুদ্ধে অপরাধ...! এবার এক অনন্য সাজে এই পুজো মণ্ডপ

দুর্গাপুজোর মণ্ডপকে এবার এক অনন্য সাজে সাজিয়ে তুলল শিলিগুড়ির কিশোর সংঘ স্পোর্টিং ক্লাব।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল,ম

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে,  মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা সহ দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তুলল শিলিগুড়ির কিশোর সংঘ স্পোর্টিং ক্লাব।

ল্ক;ক

প্রসঙ্গত, ৯ অগাস্ট আরজি কর জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় বেশ কয়েকটি বড় বাজেটের পুজো পরিকল্পনা করা হবে, তবে "উৎসব এবং শহরের মেজাজ" ভারসাম্য বজায় রাখার প্রয়াসে অপরাধের বিরুদ্ধে সম্মিলিত ঘৃণাকে স্বীকৃতি দেওয়ার বিকল্পগুলো খোলা রাখা হচ্ছে।

কিছু পুজো দুর্গার মাধ্যমে মেজাজ প্রতিফলিত করার জন্য তাদের প্রতিমাগুলোকে নতুন করে ডিজাইন করেছে, অন্যরা তাদের মূল নকশা এবং বিষয়গুলোতে আটকে থাকলেও 'ন্যায়বিচার' এবং 'প্রতিবাদ' থিমগুলোতে বুননের পরিকল্পনা করেছে, যা সাধারণত কয়েক মাস আগে পরিকল্পনা করা হয় এবং কার্যকর করা হয়।