এমপি কাপের ফাইনালের উদ্বোধনে এসে পাহেলগাঁও ইস্যুতে কেন্দ্রকে নিশানা কীর্তি আজাদের

কেন্দ্রকে নিশানা কীর্তি আজাদের।

author-image
Aniket
New Update
z

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ার তামলীবাঁধ ময়দানে এমপি কাপ ক্রিকেটের ফাইনাল খেলার উদ্বোধনে আসেন কীর্তি আজাদ। সেখান থেকে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। বৈষরণের ঘটনাকে দেশের গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতা বলেও দাবী করেন তিনি। সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তোলেন ২৬/১১ হামলার প্রসঙ্গ। 


 
তিনি বলেন  "দেশে একের পর এক হামলার ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সুরক্ষা ব্যবস্থা কোথায়, কোথায় দেশের গোয়েন্দা ব্যবস্থা? হামলার পরেই বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সে ব্যাপারে সরকারকে জিবাবদিহী করা উচিৎ"। ২৬ /১১ হামলার প্রসঙ্গ টেনে এদিন কীর্তি আজাদ আরো বলেন,  "২৬/১১ হামলার দায় নিয়ে সে সময় গৃহমন্ত্রী শিবরাজ সিং প্যাটেল ও এনএসএ-এর প্রধান ইস্তফা দিয়েছিলেন। কিন্তু বৈষরণের হামলার পর না অমিত শাহ, না অজিত দোভাল জানিয়েছেন ওইদিন কী ঘটনা ঘটেছিল বা আগামীতে কী ঘটতে চলেছে?" এরপরই কীর্তি আজাদের দাবী "এই ঘটনা আসলে পুরোপুরি গোয়েন্দা ব্যার্থতার উদাহরণ"।