খড়দায় মিললো অস্ত্রভাণ্ডারের খোঁজ, একটি ফ্ল্যাট থেকে উদ্ধার বিশাল অস্ত্র

মধুসূদন কোনো অপরাধচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

File Picture

নিজস্ব সংবাদদাতা: খড়দার রিজেন্ট পার্ক এলাকার এক অভিজাত অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল বিশাল অস্ত্রভাণ্ডার। সোমবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অভিযানেই ফাঁস হল এই চাঞ্চল্যকর তথ্য। অভিযানে উদ্ধার হয়েছে ১৫টি আগ্নেয়াস্ত্র ও প্রায় হাজার রাউন্ড গুলি। এছাড়াও ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক নগদ টাকা। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে লিটন নামে এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে থাকেন মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে দেশি-বিদেশি মডেলের আগ্নেয়াস্ত্র। এত সংখ্যক অস্ত্র কেন এবং কী উদ্দেশ্যে ফ্ল্যাটে মজুত রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ। প্রাথমিকভাবে অনুমান, মধুসূদন কোনো অপরাধচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

armsani

স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস, নেটওয়ার্ক ও সম্ভাব্য উদ্দেশ্য জানতে তদন্ত জারি রয়েছে। শহরতলির শান্ত এলাকায় এমন বিপুল অস্ত্র উদ্ধারে রীতিমতো কেঁপে উঠেছে খড়দাবাসী।