খড়গপুরে জলকষ্ট মেটাতে রাস্তায় বামদল

দরখাস্ত করার পরেও বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি চালু হয়নি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-25 at 20.53.17

File Picture

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহরে তীব্র জলকষ্ট নিয়ে পুরসভায় স্মারকলিপি দিল ‘আমরা বামপন্থী নামে একটি সংগঠন’। সংগঠনের তরফে অনিল দাস জানান, খড়গপুর শহরে তৃতীয় জলপ্রকল্প দ্রুত শুরু করে মানুষের জল কষ্ট দূর করার ব্যবস্থা নিন পুরপ্রধান। সংগঠনের অভিযোগ, দুয়ারে সরকারের মাধ্যমে দরখাস্ত করার পরেও বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি চালু হয়নি। 

খড়গপুর শহরে শিল্প দূষণের প্রতিবাদে বোর্ড মিটিংয়ে রেজোলিউশন গ্রহণ করে জেলাশাসক সহ দূষণ দপ্তরকে উদ্যোগী হতে চাপ দিক পুরসভা, এই দাবিও জানানো হয়। পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হন অনিলবাবু। তিনি আরো বলেন, পুরসভার জলের পাইপ কেলেঙ্কারি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।