New Update
/anm-bengali/media/media_files/U1HLL6SnEC9s0Kz86TlD.png)
নিজস্ব প্রতিনিধি: আগামীকাল দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। তার আগেই যে কোনও ধরনের নাশকতা রুখতে তৎপর রেল পুলিশ। আজ বিকেলে সেই উপলক্ষে আরপিএফ এবং জিআরপির যৌথ উদ্যোগে খড়্গপুর জংশনে চালানো হল বিশেষ তল্লাশি অভিযান। মেটাল ডিটেক্টর এবং স্নিফার ডগ নিয়ে প্লাটফর্ম, রেললাইন সহ স্টেশন চত্বর জুড়ে রেলওয়ে পুলিশ আধিকারিকরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন। একইসঙ্গে, যে কোনও ধরনের নাশকতা রুখতে রেল পুলিশ তৎপর বলেও জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us