নিজস্ব সংবাদদাতা: দুই দিন ধরে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং তিনটি জেলার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং জেলার ইঞ্জিনিয়ারদের নিয়ে দুই দিনের স্পেশাল ট্রেনিং হল খড়গপুর আইআইটির উদ্যোগে।
আজ সন্ধ্যায় খড়গপুর আইআইটির ক্যাম্পাসে ট্রেনিং শেষে সবাইয়ের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। মূলত পরিবহন সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুন, রাস্তা সংক্রান্ত বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। এমনকি তাদের ফিল্ডে নিয়ে গিয়েও প্র্যাক্টিক্যাল ভাবে সমস্ত কিছু বোঝানো হয়।
যার নেতৃত্বে ছিলেন খড়গপুর আইআইটির প্রফেসার ড: ভর্গব মৈত্র। এ বিষয়ে প্রফেসার জানান বর্তমান সময়ে সড়ক ও পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জন প্রতিনিধিদের দুই দিনের ট্রেনিং দেওয়া হয়। এতে আগামীদিনে ওনাদের কাজ করতে সুবিধা হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের এই কর্মসুচী গ্রহন করা হয়েছে। যেখানে খড়গপুর আইআইটি ট্রেনিংটি দিয়েছে।
অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জানান, “এই দুদিনের ট্রেনিংয়ে অনেক কিছু শেখা গেল। আমরা কাজের ক্ষেত্রে এই গুলো কাজে লাগাবো”।
অপরদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া জানান, “আমাদের তিন জেলার জন প্রতিনিধিরা এসেছেন। রাজ্য সরকারের যে সমস্ত রাস্তার কাজ হচ্ছে এলাকায়। সেগুলির ক্ষেত্রে কী ভাবে হচ্ছে। কী কী নিয়ম রয়েছে সব মিলিয়েই আমাদের এই ট্রেনিং সফল হয়েছে। আমরা এটাকে কাজে লাগাবো। অনেক কিছু শেখার ছিল। এগুলো আমরা আগামীতে কাজে লাগাবো”।