আবারও ছাত্রের অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটিতে, এই নিয়ে এক সপ্তাহে ২ ছাত্রের মৃত্যু

প্রথম ৭ মাসেই ৫ জন মেধাবী পড়ুয়ার মৃত্যু হয়েছে আইআইটি খড়গপুর ক্যম্পাসে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-22 at 07.38.22

File Picture

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ফের খড়গপুর আইআইটিতে এক ছাত্রের মৃত্যু। সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রের। একই সপ্তাহের মধ্যে দুই ছাত্রের মৃত্যু! মৃতের নাম চন্দ্রদীপ পাওয়ার। মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

পুলিশ এবং খড়গপুর আইআইটি সূত্রে খবর, চন্দ্রদীপ থাকতেন নেহেরু হলে। ওই হস্টেলের ডি-৪০৮ রুমে থাকতেন তিনি। বেশ কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। রাতে খাওয়ার পরে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খান ওই পড়ুয়া। গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআর-ও দেওয়া হয় তাঁকে। তবে, শেষ রক্ষা হয়নি। সোমবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। 

WhatsApp Image 2025-07-22 at 07.38.24

ইতিমধ্যেই মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের তরফে। প্রসঙ্গত, শুক্রবার আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মন্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ঋতমের মৃত্যুর মাত্র চার দিনের মধ্যেই আরও এক পড়ুয়ার মৃত্যুতে শোকস্তব্ধ আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।

এই নিয়ে চলতি বছরের প্রথম ৭ মাসেই ৫ জন মেধাবী পড়ুয়ার মৃত্যু হয়েছে আইআইটি খড়গপুর ক্যম্পাসে। তবে, প্রথম চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং আত্মহত্যার তত্ত্বই উঠে আসে। কী কারণে সেখানে পড়ুয়ারা আত্মহত্যা করছেন তা জানতে প্রতিটি হস্টেলেই একটি করে স্টুডেন্টস টাস্কফোর্স তৈরির সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়গপুর।