/anm-bengali/media/media_files/2025/07/27/whatsapp-image-2025-07-27-at-2025-07-27-19-04-05.jpeg)
KHARAGPUR
নিজস্ব সংবাদদাতা : বিনা টিকিট ও অনিয়মিত ভ্রমণ বন্ধ করার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর মণ্ডলের পক্ষ থেকে শনিবার ও রবিবার মন্ডলের মধ্য দিয়ে যাওয়া বিভিন্ন ট্রেনে বিশেষ টিকিট চেক অভিযান চালানো হয়। এই প্রচারাভিযান চলাকালীন, টিকিট তদন্ত কর্মী এবং বাণিজ্যিক পরিদর্শকদের বিশেষ দল ১২৮১৪, ১৮০৪৫, ১২৭০৩, ১২৮১৫, ১২৮৭১, ১২০২১, ১২৮২৮, ১২৮৪১, ১২০৭৪, ১২৮৬০, ১২৮০২, ১৮২৯ সহ বেশ কয়েকটি প্রধান ট্রেনে ব্যাপক তদন্ত করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/27/whatsapp-image-2025-07-27-at-2025-07-27-19-03-49.jpeg)
এই তদন্তের সময়, 467 যাত্রী টিকিট বা এলোমেলো টিকিট ছাড়া ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন, যারফলে মোট ২,৮৩,৭৩৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযানটি যাত্রীদের মধ্যে নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রেলের রাজস্ব নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়মিত ভ্রমণ প্রতিরোধ কার্যকর করার লক্ষ্য সংগঠিত করা ছিল। খড়্গপুর মণ্ডলের পক্ষ থেকে এই ধরনের বিশেষ অনুসন্ধান অভিযান সময়ে সময়ে অব্যাহত থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us