BREAKING: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ ! ২ লক্ষ ৮৩ হাজার টাকার রাজস্ব আয় করলো খড়্গপুর

বিনা টিকিটের যাত্রী ধরে রাজস্ব বৃদ্ধি খড়্গপুরে।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-07-27 at 6.49.49 PM

KHARAGPUR

নিজস্ব সংবাদদাতা : বিনা টিকিট ও অনিয়মিত ভ্রমণ বন্ধ করার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর মণ্ডলের পক্ষ থেকে শনিবার ও রবিবার মন্ডলের মধ্য দিয়ে যাওয়া বিভিন্ন ট্রেনে বিশেষ টিকিট চেক অভিযান চালানো হয়। এই প্রচারাভিযান চলাকালীন, টিকিট তদন্ত কর্মী এবং বাণিজ্যিক পরিদর্শকদের বিশেষ দল ১২৮১৪, ১৮০৪৫, ১২৭০৩, ১২৮১৫, ১২৮৭১, ১২০২১, ১২৮২৮, ১২৮৪১, ১২০৭৪, ১২৮৬০, ১২৮০২, ১৮২৯ সহ বেশ কয়েকটি প্রধান ট্রেনে ব্যাপক তদন্ত করেছে।

WhatsApp Image 2025-07-27 at 6.49.50 PM
KHARAGPUR

এই তদন্তের সময়, 467 যাত্রী টিকিট বা এলোমেলো টিকিট ছাড়া ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন, যারফলে মোট ২,৮৩,৭৩৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযানটি যাত্রীদের মধ্যে নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রেলের রাজস্ব নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়মিত ভ্রমণ প্রতিরোধ কার্যকর করার লক্ষ্য সংগঠিত করা ছিল। খড়্গপুর মণ্ডলের পক্ষ থেকে এই ধরনের বিশেষ অনুসন্ধান অভিযান সময়ে সময়ে অব্যাহত থাকবে।