পুজোর পরই সমস্যায় খড়গপুর ডিভিশনের নিত্যযাত্রীরা, শতাধিক লোকাল ছাড়াও বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন

চরম সমস্যার সম্মুখীন হতে চলেছেন খড়গপুর ডিভিশনের হাজার হাজার নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
123

File Picture

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন কোলাঘাট স্টেশনের ইয়ার্ড আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং (NI)- এর কাজ শুরু হয়েছে ২ অক্টোবর, বৃহস্পতিবার থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আর এর ফলেই খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়গপুর লাইনে ১১৯টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, একাধিক ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ফলে দুর্গাপুজোর পরেই চরম সমস্যার সম্মুখীন হতে চলেছেন খড়গপুর ডিভিশনের হাজার হাজার নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ।

খড়্গপুর ডিভিশনের তরফে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি-র মাধ্যমৈ জানানো হয়েছে, 
৪ অক্টোবর- ১২টি 
৫ অক্টোবর- ২টি
৬ অক্টোবর- ১২টি
৭ অক্টোবর- ১৪টি
৮ অক্টোবর- ১৪টি
৯ অক্টোবর- ১৪টি
১০ অক্টোবর- ১৩টি
১১ অক্টোবর- ১৪টি
১২ অক্টোবর- ৬টি
১৩ অক্টোবর- ৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, যথাক্রমে ২ ও ৩ অক্টোবরও ৬টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। এই লোকাল ট্রেনগুলি খড়গপুর ডিভিশনের হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়গপুর, হাওড়া-পাঁশকুড়া প্রভৃতি লাইনে চলে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

WhatsApp Image 2025-10-04 at 11.48.47

অন্যদিকে, আগামী ১০ অক্টোবর খড়গপুর ডিভিশনের মোট ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এগুলি হল - ১৮৬১৫ ও ১৮৬১৬- হাতিয়া-হাওড়া-হাতিয়া এক্সপ্রেস; ১৮০১১ ও ১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এবং ১৮০১৩ ও ১৮০১৫ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস। এছাড়াও, আগামী ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে মোট ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় ১ ঘন্টা থেকে ৩ ঘন্টা অবধি পরিবর্তন করা হয়েছে। কোলাঘাট স্টেশনের কাজের জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছন খড়গপুর ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক।

digbijay da add