/anm-bengali/media/media_files/2025/08/05/whatsapp-image-2025-08-05-2025-08-05-19-42-01.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল থেকে মেদিনীপুর সার্কিট হাউসে যাওয়ার পথে কেশপুরে দাঁড়িয়ে স্মৃতিচারণার সুরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি এই কেশপুরে বহুবার এসেছি। একসময় এই এলাকা সিপিএমের ঘাঁটি ছিল। মানুষ কী ভয়ঙ্কর দিন দেখেছে। ওরা এত অত্যাচার করত, একটার পর একটা লাশ পড়ত। এখানে মানুষের রক্তে ভিজে ছিল মাটি"। তিনি আরও বলেন, "আমি সেই সময়েই বলেছিলাম, এই কেশপুর একদিন শেষপুর হবে- মানে সন্ত্রাসের শেষ হবে, অত্যাচারের শেষ হবে। আজ সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। এখন এখানে শান্তি, উন্নয়ন ও মানুষের সম্মান ফিরে এসেছে"। তার বক্তব্যে স্পষ্ট ছিল, তিনি একদিকে যেমন অতীতের বাম শাসনের তীব্র সমালোচনা করেন, অন্যদিকে নিজের সরকারের ‘শান্তি ও উন্নয়নের’ বার্তাও তুলে ধরেন। কেশপুরের মানুষজন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং তার ভাষণে বারবার করতালি দিয়ে সাড়া দেন। এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী ভাষণের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, কেশপুর তাঁর রাজনৈতিক আবেগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং অতীতের রক্তাক্ত ইতিহাস থেকে আজকের ‘নতুন কেশপুর’- এর পথচলা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/IVIkQ22t0AwpUSHiD5k1.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us