‘এলসা ৩’ দুর্ঘটনায় কেরালার উপকূলে দূষণের আশঙ্কা, সতর্ক তামিলনাড়ু

কেরালার উপকূলে জাহাজ দুর্ঘটনায় সমুদ্রে তেল ও প্লাস্টিক ছড়িয়ে পড়ছে। তামিলনাড়ু উপকূলে এখনো বিপজ্জনক কিছু না মিললেও পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : কেরালার উপকূলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বৃষ্টির শুরুতে ঘটে গেল এক গুরুতর জাহাজ দুর্ঘটনা। ২৪ মে ‘এলসা ৩’ নামের একটি বাণিজ্যিক জাহাজ কেরালা উপকূলের কাছে দুর্ঘটনার শিকার হয়। এতে জাহাজ থেকে তেল, প্লাস্টিক কণিকা এবং বিপজ্জনক কন্টেইনার সমুদ্রে পড়ে যায়।

publive-image

মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্রে উত্তাল ঢেউয়ের কারণে এসব বর্জ্য ও সামগ্রী কেরালার উপকূলে এবং কন্যাকুমারী জেলার দক্ষিণ উপকূলবর্তী এলাকায় ভেসে আসতে শুরু করেছে। এতে পরিবেশ দূষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে তামিলনাড়ু রাজ্যের উপকূলে এখনো পর্যন্ত কোনও ঝুঁকিপূর্ণ পদার্থ পাওয়া যায়নি। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংস্থাগুলোর সতর্ক নজরদারি চলছে।