New Update
নিজস্ব সংবাদদাতা: কৌস্তভ বাগচী কিছুদিন আগেই যোগ দিয়েছেন বিজেপিতে। কংগ্রেস দলে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদচ্যুত করার প্রতিজ্ঞা নিয়ে মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন তিনি। এবার তিনি আবারও ঘটালেন এক বিস্ময়কর কান্ড!
এবার নিজের রক্ত দিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিঠিতে প্রধানমন্ত্রী মোদিকে তিনি লিখেছেন, "মোদিজি বাংলাকে বাঁচান, চোরেদের তাড়ান।"
শিলিগুড়ির সভায় নিজের রক্ত দিয়ে লেখা চিঠি প্রধানমন্ত্রী মোদির হাতে তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর চিঠি স্বীকার করে কৌস্তভের আবেগ ও অনুভূতির দাম দেন। তবে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নিতে বারণ করেছেন কৌস্তভকে।
/anm-bengali/media/post_attachments/fae2df6cc7ae19616d0a90b94d228557f761809ea0f97f68b632fba3dccb3a87.webp)
/anm-bengali/media/post_attachments/12f0528a9e279fbd0f64bf1c6c811538d3351891f5b0a633fc2c0b2f7bf46819.jpeg)
/anm-bengali/media/post_attachments/d5dcc4ea62053082a117dbbf17a209afb634890fc6d947570cbbf13581fca750.jpeg)
/anm-bengali/media/post_attachments/05bbf9cd489421c244d50bdd4902522637b996fc7a51afbdeca8b263510a7066.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us